ময়নাগুড়ি, ১১ নভেম্বর: সোমবার পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের ময়নাগুড়ি শাখার পক্ষ থেকে ১৫ দফা দাবিতে বিএমওএইচ-কে স্মারকলিপি দেওয়া হল।সকল আশা কর্মীদের স্থায়ীকরণ, বোনাস প্রদান, সমকাজে সমবেতন, মাস পহেলা সাম্মানিক প্রদান, কর্মক্ষেত্রে আশা কর্মীদের নিরাপত্তা প্রদানের দাবিতে এই স্মারকলিপি দেওয়া হয়। ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ লাকি দেওয়ান জানান, দাবিপত্র উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।