দিনহাটা, ৬ জানুয়ারিঃ শিল্পীদের ছবিতে চোর লিখে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর ঘটনায় দিনহাটা শহর জুড়ে ব্যপক চর্চা শুরু হয়েছে। অভিজ্ঞমহলে বিষয়টি প্রশ্ন ওঠার পাশাপাশি সোমবার ডেকরেটার্সদের মালিক সংগঠনও সরব হলেন। এদিন বিষয়টিকে কেন্দ্র করে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে, ঘটনার তদন্তের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দিনহাটায় একের পর এক চুরির ঘটনাকে কেন্দ্র করে শহরে ব্যপক উত্তেজনা চলছে। এরইমধ্যে পুলিশ চোর সন্দেহে মেদিনীপুর থেকে দিনহাটায় কাজ করতে আসা পাঁচজন শিল্পীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এরপর ওই শিল্পীদের ছবি পুলিশের কাছ থেকে কিছু অসাধু সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীর কাছে পৌঁছতেই, গ্রুপে পোষ্ট করা হয়। এতেই শহরজুড়ে হইচই পড়ে যায়। সাময়িকভাবে সাধারণ মানুষের মধ্যে এনিয়ে ভুল ধারণা জন্মায়। যদিও পরে, ওই পাঁচজন শিল্পীর আসল পরিচয় সামনে আসে। এরপরই এভাবে ভুল তথ্য সোশাল মিডিয়ায় প্রচারে পুলিশি মদতের অভিযোগ তুলে, মিছিল করে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ডেকরেটার্স মালিক সহ শহরের বিশিষ্টরা স্মারকলিপি দেন। অপরদিকে, এই ঘটনায় পুলিশ নিজেদের ব্যর্থতা ঢাকতেই এই কাজ করেছে বলে অভিজ্ঞ মহলের মত। ডেকরেটার্স মালিকদের পক্ষে অলোক ঘোষ জানিয়েছেন, গত একমাস ধরে দিনহাটা শহরে লাগাতার চুরির ঘটনা থাকলেও, ব্যর্থ পুলিশ আসল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি৷ বরং দিনহাটা গোসানি রোডের এক ডেকরেটার্স মালিকের জন্য কাছে কাজ করতে আসা মেদিনীপুর এর পাঁচজন শিল্পীকে থানায় নিয়ে এসে মিথ্যে অপবাদে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে। এই ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন তিনি। এদিকে, দিনহাটা মহকুমা শাসক শেখ আনসার আহমেদ গোটা ঘটনার সত্যতা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
বিয়ের চাপ দেওয়া আত্মহত্যার চেষ্টা যুবকের
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও পক্ষই লিখিতভাবে অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Read more