হেমতাবাদ: আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে আসন সংরক্ষণ নিয়ে প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন অপরিবর্তিত রাখার দাবিতে সরব হলেন স্থানীয় আদিবাসীরা। শুক্রবার দুপুরে খসড়া তালিকা অনুযায়ী আদিবাসীদের জন্য সংরক্ষিত নওদা গ্রাম পঞ্চায়েতের অনন্তকোটা বুথটি আদিবাসীদের জন্যই সংরক্ষিত রাখার দাবিতে দাবিপত্র পেশ করেন তাঁরা।
উল্লেখ্য, সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে আসন সংরক্ষণের জন্য যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে তাতে হেমতাবাদ(Hemtabad) ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের অনন্তকোটা বুথ আদিবাসীদের জন্যই সংরক্ষিত রাখা হয়েছে। যদিও ব্লক প্রশাসনের দাবি নিয়ম অনুযায়ী ওই বুথ সাধারণের জন্য সংরক্ষিত হওয়ার কথা। ফলে ওই বুথটি আর আদিবাসীদের জন্য সংরক্ষিত থাকবে না। ইতিমধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় আদিবাসীরা ব্লক প্রশাসনের এই নির্দেশ মানতে নারাজ। তাঁদের দাবি, ওই বুথটি আদিবাসীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। এদিন আদিবাসীদের সঙ্গে বিডিও অফিসে উপস্থিত থেকে তাঁদের দাবিকে সমর্থন জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার বলেন, ‘প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী অনন্তকোটা বুথ আদিবাসীদের জন্য সংরক্ষিত থাকলেও সেটি পরিবর্তন করার চেষ্টা চলছে৷ আমরা তা মেনে নেব না। সংরক্ষিত আসন পরিবর্তন করা হলে আন্দোলন করা হবে।‘
এই ব্যাপারে হেমতাবাদ ব্লকের বিডিও লক্ষ্মীকান্ত রায় জানিয়েছেন, এটি কেবল খসড়া তালিকা। ওই আসনটি আদিবাসীদের জন্য সংরক্ষিত থাকবে কিনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় রিপোর্ট জেলায় জমা দেওয়া হয়েছে। সমস্ত কিছুই নিয়ম অনুযায়ীই করা হচ্ছে।