হবিবপুর: সাম্প্রতিক বর্ষাকালে অনাবৃষ্টির ফলে হবিবপুর ব্লককে খরা (Draught) কবলিত ঘোষণা সহ বিভিন্ন দাবিতে বুধবার বিকেলে হবিবপুর ব্লক প্রশাসনকে ডেপুটেশন দিল হবিবপুর ব্লক বামফ্রন্ট কমিটি। বুধবার হবিবপুরে একটি মিছিল পরিক্রমা করে বিডিও’র কাছে দাবিপত্র তুলে দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন হবিবপুর ব্লক বামফ্রন্ট কমিটির আহ্বায়ক কৃষ্ণ চৌধুরি সহ অন্যান্যরা।
দাবিগুলির মধ্যে ছিল, সাম্প্রতিক বর্ষাকালে পর্যাপ্ত বৃষ্টির অভাবে কৃষকরা চাষাবাদ করতে পারেননি। তাই হবিবপুর ব্লককে খরা কবলিত ঘোষণা করতে হবে। এছাড়াও একশো দিনের কাজের বকেয়া টাকা শ্রমিকদের পরিশোধ সহ দুশো দিনের কাজের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং বাংলা আবাস যোজনার স্বচ্ছ তালিকা প্রকাশ, মিড-ডে মিলের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি সহ সামাজিক সুরক্ষা যোজনার কাজে স্বচ্ছতা আনার দাবিও তোলা হয়। বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ সম কাজে সম বেতনের দাবিতে সোচ্চার হন সবাই। হবিবপুরের বিভিন্ন বেহাল রাস্তাঘাট সংস্কার সহ সঠিক সময়ে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা দেওয়ার দাবি জানানো হয়। দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছে হবিবপুর ব্লক প্রশাসন।
আরও পড়ুন : শিক্ষা সচেতনতামূলক সেমিনার চাঁচলে