গাজোল: আট দফা দাবিতে বিডিওকে স্মারকলিপি দিল এসইউসিআইয়ের কৃষক সংগঠন সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠন। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল বিডিওর কাছে স্মারকলিপি জমা দেন। সংগঠনের নেতা সুপেন কুমার রায় জানান, কৃষকদের নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে এদিন বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রত্যেক চাষিকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আমনের বীজ ধান এবং প্রয়োজনীয় সার প্রদান, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করে মালদা (Malda) জেলার প্রতিটি ব্লকে ধান, পাট এবং আলু সরকারকে ক্রয় করতে হবে। সরকার সারের উপর থেকে ভর্তুকি তুলে নেওয়ায় এবং বিভিন্ন সার কোম্পানির উপর সরকারি নিয়ন্ত্রণ না থাকার জন্য প্রতিমাসে বেআইনিভাবে সারের দাম বাড়িয়ে চলেছে বেসরকারি সংস্থাগুলি। এর ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কৃষকদের। এই বিষয়ে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। হিমঘরে আলু রাখার জন্য কৃষকেরা আলুর বন্ড পাচ্ছে না। বেআইনিভাবে ফড়ে এবং বড় বড় ব্যবসায়ীরা সেই সমস্ত বন্ড হস্তগত করছেন। এই বিষয়ে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কৃষি দপ্তরের মাধ্যমে চাষিদের জমি অনুযায়ী আলুর বন্ড বিলি করার ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন : দু’দিন পরই বিয়ে, তারআগেই আমবাগান থেকে মিলল যুবকের ঝুলন্ত দেহ