ঘোকসাডাঙ্গা ও পারডুবি: ঘোকসাডাঙ্গা (Ghoksadanga) মাথাভাঙ্গা রুটে সরকারি বাস সহ মাথাভাঙ্গা ২ ব্লকে সরকারি বাস পরিষেবা চালুর দাবিতে বিডিওকে স্মারকলিপি দিল ঘোকসাডাঙ্গার যুব সমাজ। স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কয়েক বছর থেকে কোনও অজানা কারণে ঘোকসাডাঙ্গা মাথাভাঙ্গা রুট সহ মাথাভাঙ্গা ২ ব্লকের বিভিন্ন এলাকায় সরকারি বাস পরিষেবা বন্ধ রেখেছে সংস্থা। তাই দ্রুত পরিষেবা চালুর দাবিতে এদিন ব্লকের বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়। সমস্যার সমাধান না হলে পরবর্তীতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যানকে জানিয়ে বৃহত্তর আন্দোলনে নামারও হুমকি দেন তাঁরা।
আরও পড়ুন : রাজ্যের মাদ্রাসাগুলির ওপর প্রশাসনের নজরদারির প্রয়োজন, মন্তব্য সুকান্ত মজুমদারের