মানিকগঞ্জ: প্রধান নির্বাচিত হওয়ার প্রায় চার মাস পর নতুন উপপ্রধান পেল জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত। মঙ্গলবার ওই গ্রাম পঞ্চায়েতের ১০জন পঞ্চায়েত সদস্যের মধ্যে আটজনের সমর্থন নিয়ে নতুন উপপ্রধান নির্বাচিত হন প্রশান্তকুমার সরকার।
খারিজা বেরুবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য ১০ জন। এর মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ৭টি, তৃণমূল, সিপিআইএম ও ফরওয়ার্ড ব্লক ১টি করে আসন দখল করে। বিজেপি এককভাবে বোর্ড গঠন করে। প্রধান নির্বাচিত হয়েছিলেন রেবতী রায়। উপপ্রধান হন ডালটন রায়। গত জুলাই মাসের ২৭ তারিখ একাধিক অভিযোগ তুলে প্রধান রেবতী রায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দলের চারজন ও সিপিআইএম-এর একজন সহ মোট পাঁচজন পঞ্চায়েত সদস্য। অনাস্থায় জয়লাভ করে নতুন প্রধান হন ডালটন রায়। এদিন উপপ্রধান নির্বাচিত হন তৃণমূলের টিকিটে জয়ী একমাত্র পঞ্চায়েত সদস্য প্রশান্তকুমার সরকার। প্রশান্তবাবু জানান, তৃণমূলে যোগ দেওয়ার জন্য তপশিলি সেলের মাধ্যমে প্রধান ডালটন রায় সহ বিজেপির চারজন পঞ্চায়েত সদস্য তৃণমূলের জেলা কমিটির নিকট আবেদন করেছেন। তাই গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের দখলে আসা শুধু সময়ের অপেক্ষা।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial