হরিরামপুর: সাঁওতালি ভাষায় কবিতা ও সাহিত্য সৃষ্টিতে অনবদ্য অবদান স্বরূপ ১৯৯৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তর তাম্রফলক দিয়েছিল কবি ভজরাই হেমব্রমকে। ২০০৩ সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু নামাঙ্কিত সম্মানে ভূষিত করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে এসে সেই কবির আক্ষেপ, সরকার পুরস্কার দিয়েছে আর ফিরে তাকায়নি। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের চটকাহার আদিবাসী গ্রামে বাড়ি ভজরাই হেমব্রমের। অর্থাভাবের কারণে নিজের বহু লেখা এখন তিনি আর ছাপতে পারেন না। এক ছেলে কৃষিকাজ করে আর নিজের সামান্য পেনশনের টাকায় কোনওভাবে দিন পার হয় তাঁর। আদিবাসী কবি ভজরাই হেমব্রমের আক্ষেপ, লেখালেখি করার পুরস্কার দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তারপরে আর একদিনও ফিরে তাকায়নি। যদিও তাঁর পাশে দাঁড়াবার আশ্বাস দিয়েছেন এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র।
আরও পড়ুন : চায়ের দোকানের আড়ালে মদের রমরমা কারবার, গ্রেপ্তার ১