উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যের অবনতি হয়েছে বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারের (Tarun Majumdar)। ফের তাঁকে ভেন্টিলেশনে ভর্তি করা হয়েছে। হাসপাতালে সূত্রে খবর, প্রবীণ পরিচালকের ক্রিয়েটিনিনের মাত্রা তিনের নীচে। পাশাপাশি শ্বাসকষ্টও হচ্ছে তাঁর। অন্যান্য চাপও বাড়ছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, একাধিক শারীরিক সমস্যা রয়েছে কিংবদন্তি পরিচালকের। দীর্ঘদিন ধরেই একাধিক জটিল সমস্যায় ভুগছিলেন পরিচালক। কিডনির সমস্যা রয়েছে তাঁর। ফুসফুসের সমস্যায়ও কয়েক বছর ধরে ভুগছেন। ৯২ বছরের পরিচালককে চিকিৎসকের একটি দল নজরে রাখছেন। মাঝে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। পুনরায় তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে।
আরও পড়ুন: Nandita Roy | বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত পরিচালক নন্দিতা রায়, ভেঙেছে হাত