উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলকাতায় উঠেছে কিশমিশের ঝড়! সেই ঝড় আছড়ে পড়ল এবার কবি সুভাষ মেট্রো স্টেশনেও। নতুন সিনেমার প্রচার উপলক্ষ্যে দর্শকদের কাছে দলবল নিয়ে হাজির হলেন অভিনেতা দেব। মেট্রোর কামরার ভেতরই বসেছিল চাঁদের হাট। টলিউডে ছবি প্রচারের ধারার এই আমুল পরিবর্তন দর্শকদের কাছেও বেশ আকর্ষণীয় ঠেকেছে। দেব ও রুক্মীনির পোশাকেও ছিল বেশ মিল। ছবির প্রচারের জন্য বেশ মোটা অঙ্কই বরাদ্দ রাখা হচ্ছে আজকাল। একে তো রমকম, তার ওপর আবার দেব-রুক্মীনি জুটি, ফলে ছবি ঘিরে দর্শকদের উৎসাহ এখন তুঙ্গে। রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনা ও এনা সাহার প্রযোজনায় দেবকে এই ছবিতে কৃশানু ওরফে টিনটিনের ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি রুক্মীনির চরিত্রের নাম রোহিনী। নতুন চমক হিসেবে টু-ডি অ্যানিমেশনের ব্যবহার দেখা যাবে এই ছবিতে। সব মিলিয়ে বক্স অফিসে ঝড় তুলতে আসছে কিশমিশ।
আরও পড়ুন : মুক্তির ১৬ দিনে অনন্য নজির, হাজার কোটির ক্লাবে ‘আরআরআর’