Online Desk: হলদিয়ার ক্লোরাইড মেটাল কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। সোমবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল।
এদিন ওই কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, লেড সেকশনে আগুন লাগে। সম্ভবত ডিজেল ট্যাংক থেকে উপচে পড়া তেল থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।