কলকাতা : কলকাতা শহরের বুকে আবারও এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রবিবার ভোরে পূর্ব কলকাতার ফুলবাগান এলাকার উল্টোডাঙা মেন রোডের একটি হোটেলে এবং একটি মন্দিরে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ১০টি দোকান ভস্মীভূত হয়ে যায়।
ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। ঘন্টা তিনেকের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন। পরে সেখানে পৌঁছায় প্রশাসনিক কর্তারা। তবে ওই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর নেই। এই মুহূর্তে আগুন পুরো নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।