উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: বছর শুরুতেই বিধ্বংসী আগুনের গ্রাসে দমদম বিমানবন্দর সংলগ্ন কৈখালির একটি রংয়ের কারখানায়। শনিবার সকালের অগ্নিকাণ্ডে প্রায় ভস্মীভূত কারখানাটি। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। ইতিমধ্যে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।
জানা গিয়েছে, এদিন সকালে ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। মুহূর্তেই প্রায় গোটা এলাকা ঢেকে যায় সেই ধোঁয়ায়। খানিক বাদেই নজরে আসে আগুনের শিখা। খবর পেয়ে একে একে ১৫টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। জলের পাশাপাশি ফোম দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছোন দমকল মন্ত্রী সুজিত বসু সহ স্থানীয় বিধায়ক অদিতি মুন্সি।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial
আরও পড়ুন : পরিত্যক্ত খনি থেকে ফের আগুন জামুড়িয়ায়, আতঙ্কে বাসিন্দারা