গঙ্গারামপুর: ভোর থেকে শিবের মাথায় জল ঢালতে হাজার হাজার ভক্তের ঢল নামল বিরুপাক্ষ বাণেশ্বর শিব মন্দির ধামে। পাশাপাশি জমে উঠল মেলা। উত্তরবঙ্গ সহ জেলার শিব মন্দির গুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুরের (Gangarampur) শিববাড়ির বিরুপাক্ষ বাণেশ্বর শিব মন্দির ধাম। কথিত আছে, বালির পুত্র বাণরাজা ছিলেন শিবের উপাসক। বাণাসুর অর্থাৎ বাণরাজা অধুনা শিববাড়িতে পুর্নভবা নদীর তীরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করেন। সেখানে বসেই বাণরাজা তাঁর ইষ্টদেবতা শিবকে প্রার্থনা করতেন। যুগ যুগ ধরে পুর্নভবা নদীর তীরে দাঁড়িয়ে থাকা বিরুপাক্ষ বাণেশ্বর শিব মন্দিরে পুজো হয়ে আসছে। সারা বছর পুজো অর্চনা হলেও শ্রাবণ মাসে জেলার বালুরঘাট, কুমারগঞ্জ, হিলি, তপন সহ বিভিন্ন এলাকা থেকে ভক্তরা শিবের মাথায় জল ঢালতে ভিড় জমান। শুধু জেলার পুণ্যার্থীরাই নয়। রাজ্যের বাইরে থেকেও পুণ্যার্থীরা শিবের মাথায় জল ঢালতে আসেন।
দুই বছর করোনা আবহের জন্য জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তরা শিবের মাথায় জল ঢালতে আসতে পারেনি। এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এদিন ভোর থেকে গঙ্গারামপুরের বিরুপাক্ষ বাণেশ্বর শিব মন্দিরে হাজার হাজার ভক্তের ভিড় জমে। পাশাপাশি শ্রাবণী উৎসব ঘিরে মন্দির চত্বরে জমে উঠেছে মেলা।
বিরুপাক্ষ বাণেশ্বর শিব মন্দিরের অন্যতম কর্মকর্তা তন্ময় চক্রবর্তী বলেন, ‘এদিন ছিল শ্রাবন মাসের তৃতীয় সপ্তাহ। গভীর রাত থেকে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা জল ঢালতে মন্দিরে ভিড় জমিয়েছেন।‘