গঙ্গারামপুর: ২০ থেকে ২২ কুইন্টাল বাতাসার লুট দিয়ে পুজো হল গঙ্গারামপুর পশ্চিম হালদারপাড়ার কালীপুজোয়। গঙ্গারামপুরের কালীপুজো গুলির মধ্যে শহরের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম হালদার পাড়ার কালীপুজো অন্যতম। ঐতিহ্যবাহী কালীপুজো ঘিরে প্রতিবছর পয়লা অগ্রহায়ণ থেকে পাঁচদিন ব্যাপি এখানে হরিনাম সংকীর্তনের আসর বসে। রীতি মেনে এবছরও পশ্চিম হালদার পাড়ায় বসেছে হরিনাম সংকর্তীনের আসর।
পশ্চিম হালদার পাড়ার জাগ্রত মায়ের মন্দির প্রাঙ্গনে কীর্তন শুরু হলে ভক্তরা মানত হিসেবে তাদের নিজেদের সন্তানের ওজনে বাতাসা লুট দিয়ে থাকেন। কীর্তন চলাকালীন গ্রামের প্রায় ২ হাজার পরিবার নিরামিষ খেয়ে থাকেন। হরিনাম সংকীর্তন শুরু হতে জেলার বালুরঘাট, বংশীহারী, বুনিয়াদপুর, কুশমন্ডি সহ জেলার বাইরে মালদা, রায়গঞ্জ থেকে ভক্তরা মানত হিসেবে সন্তানের ওজনে বাতাসা লুট দিতে ভিড় জমিয়েছেন। প্রতিদিন সন্ধ্যারতির সময় প্রায় ২০ থেকে ২২ কুইন্টাল বাতাসা ছড়াচ্ছেন ভক্তরা। লুট কুড়োতে হাজার হাজার ভক্তরের ভিড় জমেছে। নাম সংকীর্তন ঘিরে অস্থায়ী প্রচুর দোকান বসেছে। পশ্চিম হালদার পাড়ার নাম সংকীর্তনের সম্পাদক সুদেব হালদার জানান, আমাদের পাড়ার নামযজ্ঞ অনুষ্ঠান বহু পুরোনো দিনের। ভক্তরা এখানে সন্তানের ওজনে বাতাসা লুট ছড়ানোর মানত করে থাকেন। নাম সংকীর্তন শুরু হতে দুর দুরান্তের ভক্তরা মানত হিসেবে বাতাসা লুট ছড়াচ্ছেন।
আরও পড়ুন: South Dinajpur News | বাল্যবিবাহ রোধে বিশেষ প্রচার প্রশাসনের