শিলিগুড়ি: একদিকে পাহাড়ে জিটিএ ভোট। অন্যদিকে সমতলে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন। আর এর আগে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার রাতেই তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে একদফা বৈঠক করেছেন। সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রসাদ, পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ দার্জিলিং ও কালিম্পং জেলার পুলিশ আধিকারিকরা। শনিবার ফের একদফা বৈঠকে বসেন ডিজি। এদিন বৈঠকে উত্তরবঙ্গের আইজি ছাড়াও উপস্থিত ছিলেন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। বৈঠক শেষে যদিও সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি ডিজি।
শুক্রবার দুপুরেই বাগডোগরা বিমানবন্দরে নামেন ডিজি মনোজ মালব্য। বিকেলে তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ফুটবল প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি জয়ী এবং পরাজিত দলগুলির হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেন।