আলিপুরদুয়ার: বুধবার আলিপুরদুয়ারে নতুন পুলিশ লাইনের উদ্বোধন করলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়ার কৃষান মান্ডি সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছে জেলা পুলিশ লাইন। এদিন পুলিশের তরফে ডিজিকে গার্ড অফ অনার সম্মাননা জানানোর পর পুলিশ লাইন উদ্বোধন করা হয়।
পুলিশ লাইন তৈরির কাজের একাংশ বাকি থাকলেও ইতিমধ্যে সেখানে যাওয়ার নির্দেশিকা রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার মহকুমা হিসেবে আলিপুরদুয়ার থানার সঙ্গেই পুলিশ লাইনের ব্যবস্থা করা হয়েছিল। ফলে আলিপুরদুয়ার থানায় আধিকারিকদের একাংশের পর্যাপ্ত অফিস ঘরের অভাব রয়েছে। আলিপুরদুয়ার জেলা হওয়ার পর পুলিশ লাইন তৈরির উদ্যোগ নেওয়া হয়। জমি চিহ্নিতকরণের পর ২০১৭ সাল নাগাদ ভবন তৈরির কাজ শুরু হয়। পুলিশ লাইনের প্রায় ৮০ শতাংশের উপরে কাজ প্রায় শেষ। যদিও করোনা পরিস্থিতিতে প্রায় একবছর কাজ করা যায়নি। এবার কাজ শেষের পথে। তাই পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে রিজার্ভ পুলিশকর্মীদের। সঙ্গে মোটর ট্রান্সপোর্ট অফিসার সহ অন্যান্য কর্মীদের সেখানে যাওয়ার নির্দেশিকা রয়েছে। নতুন পুলিশ লাইনে প্রায় সাতশো কর্মী থাকতে পারবে বলে জানা গিয়েছে। তবে প্রায় ১৫০ জন পুলিশকর্মী ইতিমধ্যে সেখানে যাওয়ার প্রস্তুতি নিয়েছে।
প্রসঙ্গত, প্রায় ৫ একর জমিতে প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে পুলিশ লাইনে পুলিশের নিজস্ব কর্মসূচি করার মাঠ রয়েছে। এছাড়া জিম, হাসপাতাল, পুলিশের প্রশাসনিক ভবন সহ একাধিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড পুলিশ লাইন তৈরির দায়িত্বে রয়েছেন। আলিপুরদুয়ার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘৫ একর জমিতে এই পুলিশ লাইন তৈরির কাজ প্রায় শেষ।‘
আরও পড়ুনঃ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য় হ্যামিল্টনগঞ্জে