কলকাতা: বকেয়া ফাইল বিতর্কে আবারও মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারবার তাঁর বিরুদ্ধে একগুচ্ছ ফাইল আটকে রাখার অভিযোগ তুলেছেন। রাজ্যপাল জগদীপ ধনকরও বারবার জানিয়ে দিয়েছেন তাঁর কাছে কোনও ফাইল বকেয়া নেই। যদি কোনও ইস্যুতে জবাব চাওয়ার পরেও রাজ্য সরকার তা জানাতে দেরি করে তাহলে তার দায় তাঁর নয়।
শনিবার আবারও একই ইস্যুতে মুখ খুললেন ধনকর। এদিন তিনি ফের জানিয়ে দেন, তাঁর কাছে একটি ফাইলও বকেয়া পড়ে নেই। রাজ্য সরকার রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি বীরেন্দ্র ও প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিব নবীন প্রকাশকে তথ্য কমিশনার হিসাবে নিয়োগের জন্য সুপারিশ পাঠিয়েছিল। বীরেন্দ্র ১৯৮৫ ব্যাচের আইপিএস এবং নবীন প্রকাশ ১৯৮৭ ব্যাচের আইএএস। ধনকর বলেন, আমি ফাইলটি পরীক্ষা করে দেখেছি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই নিয়োগের সুপারিশ ত্রুটিপূর্ণ। তাই আমি ৬ ডিসেম্বর এই প্রসঙ্গে বিশদ তথ্য চেয়ে চিঠি দিয়েছি। কিন্তু দু-মাস পার হয়ে গেলেও তার উত্তর আসেনি। ৬ ডিসেম্বরের চিঠিটিও প্রকাশ করেছেন রাজ্যপাল। সেখানে বলা হয়েছে, তাঁর কাছে রাজ্য সরকার যে সুপারিশ পাঠিয়েছে তাতে শুধু বলা হয়েছে, ওই দুজন নিয়োগের সমস্ত শর্তাদি পূরণ করেছেন। কিন্তু এর বাইরে আর কোনও বিশদ তথ্য দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে যে নির্দেশিকা দিয়েছে তা পুরোপুরি মানা হয়নি।