মেটেলি: ডাকের সাজের প্রতিমা নয়, পাহাড়ের সৌন্দর্য্যকে তুলে ধরতে নেপালী রমণীর সাজে দুর্গা প্রতিমা গড়ে তুলছেন কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ধনরাজ ছেত্রী। তাঁর আশা আট থেকে আশি সকলেরই নজর কাড়বে তাঁর হাতে গড়া প্রতিমা।
পেশার তাগিদে নয়, নেশার টানেই দুর্গা প্রতিমা গড়ছেন ধনরাজ। তবে শুধু প্রতিমা গড়েই কাজ সারেননি তিনি। প্রতিমার অলঙ্কারও গড়েছেন নিজে হাতেই। সেক্ষেত্রে অবশ্য হাতে কলমে প্রশিক্ষণ নেননি কখনও। তাঁর কথায়, কারখানায় প্রতিমা গড়া দেখেই কাজ শেখা। এবছর প্রায় চার ফুট উচ্চতার প্রতিমা গড়ছেন তিনি। কাজ প্রায় শেষের পথে। ধনরাজ জানিয়েছেন, তাঁর হাতে গড়া দুর্গা প্রতিমা দিয়ে বাড়িতে পুজো হয়। অষ্টম শ্রেণিতে পাঠরত থাকাকালীন প্রথম প্রতিমা গড়েছিলেন তিনি। তা এখনও বর্তমান। প্রতি বছর দুর্গা, কালি ও সরস্বতী এই তিনটি প্রতিমা গড়েন তিনি।
ধনরাজ জানান, খুব অল্প বয়সে বাবাকে হারিয়েছেন। বর্তমানে মা-ছেলের সংসার। রুজির তাগিদে একটি মুদি দোকানে কাজ করেন তিনি। চলছে পড়াশোনাও। তারই ফাঁকে অবসর সময়ে চলে প্রতিমা গড়ার কাজ।