নাগরাকাটা: আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হল নাগরাকাটার (Nagrakata) বন্ধ ধরণীপুর চা বাগানের। শুক্রবার আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে বাগান খোলার আনন্দে মেতে ওঠেন সেখানকার শ্রমিকরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর সম্প্রদায় কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক। চা বাগানে পা রাখতেই আদিবাসী নৃত্যের মাধ্যমে মন্ত্রীকে বরণ করে নেন শ্রমিকরা। এরপরই ফিতে কেটে অফিস প্রাঙ্গনে প্রবেশ করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একে একে সমস্ত বন্ধ চা বাগানই খুলে যাচ্ছে। এরপর আগামী ১১ অগাস্ট থেকে খুলতে চলেছে আরও দুই বন্ধ বাগান রেড ব্যাংক ও সুরেন্দ্রনগর। কেন্দ্র সরকার প্রতিশ্রুতি দিয়েও বন্ধ বাগান খুলতে কোনও কিছুই করেনি বলে অভিযোগে সরব হন তিনি। তাঁর মন্তব্য, বন্ধ বাগান নিয়ে যা করার তা একমাত্র রাজ্য সরকারই করছে।’
আরও পড়ুনঃ বিএড-এর পরীক্ষা হবে অনলাইনে, বিশ্ববিদ্যালয়ের নিয়মে বিতর্ক