তুফানগঞ্জ: পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন উত্তরবঙ্গের গর্ব ধর্মনারায়ণ বর্মা। তাঁর বাড়ি তুফানগঞ্জ মহকুমার তুফানগঞ্জ ২ ব্লকের বারোকোদালী ১ গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে। বাবা দেবেশ্বর বর্মা এবং মা মান্দল দেবীর ঘরে ১৯৩৫ সালের ১০ নভেম্বর জন্ম নেন তিনি। ছোট থেকেই এলাকায় বেশ আদরের ছিলেন তিনি। তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ১৯৫১ সালে মেট্রিক পাশ করেন তিনি। এরপরেই উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার জন্য যান কোচবিহার ভিক্টোরিয়া কলেজে। সেখান থেকে আইএ এবং বিএ পাশ করেন। ১৯৫৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে এমএ করেন। এরপরই শিক্ষকতা জীবন শুরু ধর্মনারায়ণবাবুর। তবে ১৯৯৫ সালে অবসরগ্রহণের পর ফিরে আসেন তুফানগঞ্জে। তুফানগঞ্জে এসেই কামতাপুরি ভাষায় গবেষনা শুরু করেন। এরপর থেকেই ভাষা গবেষনাতেই তাঁর পরিচিতি বাড়তে থাকে। একধারে গবেষক এবং লেখক হিসাবে যথেষ্ট সুনাম ও খ্যাতি অর্জন করেন ধর্মনারায়ণবাবু। তাঁর লেখা বইগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কামতাপুরী ভাষা সাহিত্যের রূপরেখা, মহাবীর চিলারায়, মহারাজা নর নারায়ণ, এ ষ্টেপ টু কামতা বিহারি ল্যাঙ্গুয়েজ, কামতা বিহারি ভাষার ব্যাকরণ ইত্যাদি।
অন্যদিকে, ধর্মনারায়ণবাবুর পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় খবরে খুশি উত্তরের রাজবংশী সম্প্রদায়। এই প্রথম রাজবংশী সম্প্রদায়ের কোনও গবেষক পদ্মশ্রী সম্মান পাওয়ায় খুশিতে মেতেছে তুফানগঞ্জ।