ডিজিটাল ডেস্ক : বেশিদিন হয়নি লতা মঙ্গেশকর আমাদের ছেড়ে চলে গিয়েছেন। সংগীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। দেশবাসী এখনো তাঁকে ভুলতে পারেননি সুরসম্রাজ্ঞীকে নিয়ে। নিজের স্মৃতিচারণ করলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র জানিয়েছেন, লতা মঙ্গেশকর তাঁর জন্য ‘আনপড়’ ছবিতে প্রথম গান গেয়েছিলেন। পাশাপাশি ধর্মেন্দ্র আরও জানান, শেষের কিছু বছর ধরে লতা মঙ্গেশকর অত্যন্ত একাকিত্বে ভুগছিলেন। লতা মঙ্গেশকরের শেষ যাত্রায় দেখা যায়নি ধর্মেন্দ্রকে। আর তাই নিয়ে তিনি জানান, রীতিমতো তিনবার তৈরি হবার পরেও লতাদিদিকে তিনি শেষবার দেখতে যেতে পারেননি। লতা মঙ্গেশকরের একাকীত্ব নিয়ে ইতিমধ্যেই প্রচুর জল্পনা শোনা গেছে। তবে এই বিষয়ে ধর্মেন্দ্রর স্মৃতিচারণ যে অন্যতম উল্লেখযোগ্য তা নিয়ে কোন সন্দেহ নেই।
আরও পড়ুন : লতা মঙ্গেশকরের পরিবারের প্রতি অন্যায় করেছে কংগ্রেস, রাজ্যসভায় বিস্ফোরক মোদি