বর্ধমান: বর্ধমানে কিষান মোর্চার কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee) নজিরবিহীন আক্রমণ করলেন বিজেপি সাংসদ তথা সহ সভাপতি সৌমিত্র খাঁ। শুক্রবার সারের কালো বাজারি বন্ধ ও সকল চাষিদের থেকে সহায়ক মূল্যে ধান কেনার দাবিতে এদিন জামালপুর বিডিও অফিসে স্মারকলিপি জমা দেয় বিজেপির কিষান মোর্চা। সেই ডেপুটেশন কর্মসূচিতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ। সৌমিত্র বলেন, ‘শুভেন্দু অধিকারী ছিল বলেই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে আছে। আটল বিহারী বাজপেয়ী ছিলেন বলেই উনি রেলমন্ত্রী হতে পেরে ছিলেন। তখন অভিষেক তুমি কোথায় হে। আজকে বড় বড় কথা বলছ। মেদিনীপুরে তোমার পিসি ১৯৫৬ ভোটে হেরেছে। হেরো মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছে। এটা পশ্চিমবঙ্গের লজ্জা।’ এদিন সৌমিত্র খাঁ দাবি করেন, ডিসেম্বরে ‘ধেরে মাথা’ ধরা পড়বে। পিসি ভাইপো সহ গোটা পরিবার চোর বলে সৌমিত্র এদিন কটাক্ষ করেন।
আরও পড়ুনঃ weather update in west bengal | শীতের পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা! কী বলছে ওয়েদার রিপোর্ট?