ধূপগুড়ি, ৫ অক্টোবরঃ ধূপগুড়ি থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হল। শুক্রবার ও শনিবার এই দু’দিনে প্রায় ১০০ জন মানুষের হাতে পোশাক তুলে দেওয়া হয়েছে।
মূলত গ্রামীণ এলাকা থেকেই দুস্থদের ডেকে এনে শারদীয়া উপলক্ষ্যে বস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। পুলিশ আধিকারিকদের সঙ্গে কয়েকজন সিভিক ভলান্টিয়াররাও এই উদ্যোগে সামিল হন। আইসি সুবীর কর্মকার বলেন, ‘থানা এলাকার সবকটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেই গ্রামীণ পুলিশের মাধ্যমে শিশু ও বয়স্কদের থানায় এনে পোশাক দেওয়া হয়েছে।’
- Advertisement -