নীলাংশু চক্রবর্তী, জামালদহ: অবশেষে পরিণতি পেলো দশ বছরের ভালোবাসা। এক অনন্য বিয়ের সাক্ষী রইলো জামালদহবাসি। বুধবার রূপান্তরকামী রিমি রায়কে বিয়ে করে নজির গড়লেন ধূপগুড়ির যুবক রূপকুমার রায়। দুজনের বাড়িই ধুপগুড়িতে। কিন্তু দুজনেই জামালদহে থাকতেন। সেখানেই প্রেম থেকে পরিনয়।
রিমি আর রূপকুমারের বিয়েতে প্রতিবেশীরা সবাই উপস্থিত ছিলেন। প্রাণভরে সবাই আশীর্বাদ করেন নব দম্পতিকে। বিয়ে করে খুশি নবদম্পতি দুজনেই। রীতিমত সমস্ত নিয়ম মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু’জনে। নবদম্পতি জানান, সমাজে তাঁদের ভালবাসাকে সবাই গ্রহণ করেছে, এটা সত্যিই আনন্দের। স্থানীয় বাসিন্দারা জানান, সমস্ত বাধা অতিক্রম করে তাঁরা প্রেমের টানে একে অপরকে বিয়ের বন্ধনে আপন করে নিয়েছে এর থেকে ভালো কিছু হয় না।