ডিজিটাল ডেস্ক : কিছুদিন আগেই সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের(Anil Biswas) কন্যা অজন্তা বিশ্বাস(Ajanta Biswas) তৃণমূল কংগ্রেসের মুখপত্রে কলম ধরেছিলেন। করেছিলেন মুখ্যমন্ত্রীর প্রশংসা। আর তাই নিয়ে রাজ্য রাজনীতিতে রীতিমত তোলপাড় পড়ে গিয়েছিল। প্রসঙ্গত, তৃণমূল মুখপত্রে অজন্তা বিশ্বাসের কলম ধরার পর তাঁর বিরুদ্ধে শোকজ করা হয়েছিল এবং তাঁকে সাসপেনশনের মুখেও পড়তে হয়েছিল। এই অবস্থায় এখন দেখা যাচ্ছে অজন্তা বিশ্বাস সিপিএমের সদস্যপদ আর নবীকরণ করাননি। আর এখানেই উঠেছে প্রশ্ন। তাহলে কি সিপিএমের সঙ্গে আর প্রকাশ্যে কোনো রকম সম্পর্ক রাখতে চাইছেন না অনিল কন্যা? তবে এই নিয়ে অজন্তা বিশ্বাস কিংবা সিপিএম– কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মনে করা হচ্ছে, অজন্তা বিশ্বাসের সঙ্গে দলের সম্পর্ক ক্রমশ শীতলতর হয়ে গিয়েছে। এখন বোধহয় নিয়ম রক্ষার সম্পর্কটুকুও আর থাকছে না।
আরও পড়ুন : বিজেপির বিকাশ ভবন অভিযান নিয়ে কি বললেন কুণাল ঘোষ?