ডিজিটাল ডেস্ক : সম্প্রতি এক সমীক্ষায় জানা গিয়েছে, অধিক উচ্চতা যুক্ত মানুষের মধ্যে রোগের ঝুঁকি বেশি। গবেষকরা বলছেন লম্বা হওয়ার কারণে হৃদস্পন্দন কমে যাওয়া, ভেরিকোজ ভেইন রোগ, স্নায়ুর ক্ষতি এবং পাকস্থলীর আলসার মতো রোগের ঝুঁকি বেশি। ৫ ফুট ৯ ইঞ্চি বা তার বেশি উচ্চতার পুরুষ এবং মহিলাদের মধ্যে এই ঝুঁকি লক্ষ্য করা যায়। ত্বকের, হাড়ের সংক্রমণ, রক্ত জমাট বেঁধে যাওয়া, ছত্রাক সংক্রমণের ঝুঁকি এদের প্রবল হয়। এছাড়া পেরিফেরাল নিউরোপ্যাথিওর মত রোগের মুখোমুখিও হতে পারেন তাঁরা। এতে হাত এবং পায়ের মতো শরীরের অঙ্গগুলির স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। এতে আক্রান্ত ব্যক্তিদের শরীরের যে কোনও অংশে অসাড়তা, কাঁপুনি এবং ব্যথা হতে পারে। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, অধিক উচ্চতা হাড়-পাকস্থলীর সংক্রমণ এবং পাকস্থলীর আলসারের ঝুঁকি বাড়ায়।
এক্ষেত্রে খাদ্যাভ্যাস ও জীবনযাপন ভালো হলে এধরনের রোগের ঝুঁকি অনেক কমে যায়। তবে এখনও পর্যন্ত লম্বা উচ্চতার মানুষের মধ্যে শনাক্ত করা গেছে মোট ১০০-১১০টি বিভিন্ন ধরণের রোগ ।
আরও পড়ুন : শরীরে ক্যান্সার বাসা বাঁধছে না তো? কি কি লক্ষণ দেখে বুঝবেন? জেনে নিন