মেটেলি, ১৮ জানুয়ারিঃ চা বাগানে গিয়ে জনসংযোগ ও দিদিকে বলো কর্মসূচির প্রচার করা হল। শনিবার জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি তথা তৃনমূল কিষান ক্ষেত মজদুরের জেলা সভাপতি দুলাল দেবনাথ এই কর্মসূচি করেন।শনিবার মেটেলি ব্লকের বড়োদীঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশনে গিয়ে জাগণের সঙ্গে কথা বলেন তারা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বিনা ওঁরাওকে সঙ্গে নিয়ে জনগণের অভাব অভিযোগ শুনেন তিনি। এদিন টিলাবাড়ি ওজন লাইনে সাপ্তাহিক মজুরি হওয়ায় সেখানে বাজার বসে। বাজারের ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন। জনগণ এলাকার রাস্তাঘাট, পানীয় জলের সমস্যার কথা বলেন। যাবতীয় সমস্যার কথা জানিয়ে দিদি কে বলো তে ফোন করার জন্য সকলকে কার্ডও দেওয়া হয়। দুলাল দেবনাথ বলেন, ‘জনসংযোগ তৈরি সহ দিদি কে বলো কর্মসূচির প্রচার করা হয় এদিন’।
লন্ডনে ভারতীয় দূতাবাসে খলিস্তানি সমর্থকদের হাঙ্গামা, নামিয়ে দেওয়া হল জাতীয় পতাকা
ডিজিটাল ডেস্কঃ খলিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের গ্রেপ্তারি অভিযান শুরু হতেই বিদেশের মাটিতে খলিস্তানি (Khalistan) সমর্থকদের হাঙ্গামা শুরু। প্রসঙ্গত জানা গিয়েছে,...
Read more