বারবিশা, ৮ নভেম্বরঃ বেপরওয়া গতিতে থাকা বাইকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল চালকের। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে অসম-বাংলা সীমান্তের ভাঙাপাকড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত ওই সাইকেল চালকের নাম সুনীল দাস। তিনি পেশায় সবজী বিক্রেতা। স্থানীয় বাসিন্দারা জানান, বাইকটি প্রচন্ড গতি আসছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সমনে থাকা সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ফলে ছিটকিয়ে পড়ে যায় সাইকেল চালক সুনীল। দুমড়েমুচড়ে যায় সাইকেলটি। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কামাখ্যাগুড়ি রুরাল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে বাইক চালকও পড়ে যায়, ভেঙ্গে যায় বাইকের সামনের অংশ। কিন্তু বেগতিক দেখে সুযোগ বুঝে সেখান থেকে চম্পট দেয় বাইক চালক। বারবিশা ফাঁড়ির পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাইকটি এবং চলককে খোঁজা হচ্ছে।