ডিজিটাল ডেস্ক : আবারও নাবালিকা ধর্ষণের ঘটনা এল সামনে। তবে এবার ঘটেছে ডিজিটাল ধর্ষণ। জানা গিয়েছে, ৮১ বছর বয়সী এক স্কেচ শিল্পী নিয়মিতভাবে সাত বছর ধরে এক নাবালিকাকে ডিজিটাল ধর্ষণ করে গিয়েছে। অভিযুক্ত আবার নাবালিকার পরিবারের সাথে সম্পর্কযুক্ত। একসময়ে অতিষ্ঠ হয়ে নির্যাতিতা প্রমাণ রাখতে শুরু করে। এবং সেই প্রমাণসমেত পুরো ঘটনা বাবা-মার সামনে তুলে ধরে। প্রকাশ পায় ঐ শিল্পীর আসল রূপ। এর পরে পুলিশে অভিযোগ জানানো হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে নয়ডায় (Noida)। আপাতত ডিজিটাল ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কি শাস্তি পায়, সে দিকেই চোখ থাকছে সবার।
আরও পড়ুন : দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ