ওদলাবাড়ি: যাতায়াতের একমাত্র রাস্তা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে ওদলাবড়ির বিভিন্ন এলাকার বাসিন্দাদের। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তরে জাতীয় সড়ক থেকে পাথরঝোড়াগামী ১৬ কিলোমিটার রাস্তার পিচের আস্তরণ প্রায় নেই বললেই চলে। রাস্তাঘাট বড় বড় খানাখন্দ দিয়ে ভরে গিয়েছে। ২০১৫ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে প্রায় ১৬ কোটি টাকার বিনিময়ে ঝকঝকে পিচের রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল। ফলত, নতুন রাস্তা নির্মাণের পর থেকে পর্যটনকে কেন্দ্র করে বেশকিছু রিসর্ট গড়ে উঠেছিল তুড়িবাড়ি এবং পাথরঝোড়ায়। কিন্তু এবারের বর্ষা শুরু হতেই রাস্তার হাল প্রায় বেহাল। যার মূল কারণ হিসেবে স্থানীয়রা মাত্রাতিরিক্ত ওভারলোডে বালি, পাথর পরিবহণকেই দায়ী করছেন। স্থানীয়দের অভিযোগ, মালবোঝাই লরি, ট্রাক যাতায়াতের ফলে মাত্রাতিরিক্ত লোড নিতে পারেনি রাস্তাটি। জলকাদায় নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্র-ছাত্রী সহ টোটো উলটে যাওয়ার ঘটনাও ঘটেছে এক দু-বার। এই পরিস্থিতিতে নতুন করে ফের একবার সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মধুমিতা ঘোষ।
সিকিমগামী নির্মীয়মান জাতীয় সড়কে ছোট-বড় ধস, ক্ষুব্ধ পাহাড়ি গ্রামের বাসিন্দারা
ওদলাবাড়ি: লাগাতার ছোট বড়ো ধস ও কাদামাটির স্তুপের জেরে বাগ্রাকোট থেকে সিকিমগামী নির্মীয়মান ৭১৭ এ জাতীয় সড়ক নিয়ে ক্ষোভের পারদ...
Read more