করণদিঘি: বেহাল অবস্থায় বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক। করণদিঘি ব্লকের দোমোহনা গ্রাম পঞ্চায়েত এলাকার চুনামড়ি ফতেপুর এলাকায় বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে জমা জলে কোথাও দুই ফুট কোথাও তিন ফুট গর্ত। গত দুই তিনদিনের বৃষ্টিতে জল জমে যায় রাজ্য সড়কে। যার ফলে ছোট বড় গাড়ি যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি।
স্থানীয় অটো চালক মহম্মদ কামরুল হক বলেন, ‘রসাখোয়া দোমোহনা অটো চালিয়ে কোনক্রমে পরিবার চালাই। আজকে পাঁচদিন থেকে একটি ট্রাক খারাপ হয়ে পড়ে রয়েছে। তার উপরে সড়কে রয়েছে বড় বড় গর্ত। ট্রাক বাস চলাচল করতে পারছে না। অটো বা টোটোর যাত্রীরা সমস্যায় পড়েছে।‘ নিত্য যাত্রী করম সিং বলেন, ‘বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কের বেহাল দশা। সড়ক মেরামতের কোনও উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। স্থানীয় বিধায়ক বিডিও সবাইকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি।‘