চ্যাংরাবান্ধা: সামান্য বৃষ্টি হলেই হাড়ি, কড়াই, বালতি নিয়ে কর্মীদের দৌড়ে আশ্রয় নিতে হয় স্থানীয় কোনও বাড়িতে। কারণ ঘরের চালের একাংশ ঝড়ে উড়ে গিয়েছে। এমনই বেহাল দশা মেখলিগঞ্জ(mekhliganj) ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের ১৫৭ জামালদহ চিতিয়ারডাঙ্গা গ্রামের ৬৯ নম্বর আইসিডিএস সেন্টারের(ICDS Centre)। বিষয়টি নিয়ে স্থানীয়রা বিভিন্ন মহলে জানিয়েও কোনও কাজ হয়নি। বৃহস্পতিবার তাই সেন্টারের কর্মীদের আটকে রেখে বিক্ষোভে শামিল হলেন তাঁরা। তৃণমূলের কয়েকজন নেতা বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনার কথা বললে তাঁদেরও কার্যত বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়। সেন্টারের কর্মী সন্ধ্যা রায় সমস্যার কথা যথাযথ স্থানে জানানোর আশ্বাস দিলে স্থানীয়রা বিক্ষোভ তুলে নেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আইসিডিএস সেন্টারের বেহাল দশা। নেই পানীয় জলের ব্যবস্থাও। রোদ-বৃষ্টিতে শিশুদের সমস্যায় পড়তে হয়। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপ্না রায় বর্মন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মেখলিগঞ্জের বিডিও অরুণকুমার সামন্ত জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ বিভিন্ন বিষয় নিয়ে কাউন্সিলারদের সঙ্গে বৈঠকে মালদার জেলাশাসক