নয়াদিল্লি: কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দিল্লির নগর নিগম নির্বাচনে বঙ্গ বিজেপির প্রচার অভিযান চলছে জোরকদমে। বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় দিল্লির বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলিতে ঘুরে ঘুরে প্রচার অভিযান চালাচ্ছেন। দেবনগর, করোল বাগ, ভজনপুরা চিত্তরঞ্জন পার্ক, তুঘলকাবাদে সকাল বিকেল একাধিক জনসভার মাধ্যমে প্রচার করছেন বঙ্গ বিজেপির সাংসদরা। থাকছে ঘরে ঘরে গিয়ে প্রচারও। প্রবাসী এবং দিল্লির স্থায়ী বাংলা ভাষাভাষী মানুষের কাছে তুলে ধরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) একাধিক জনহিতকার প্রকল্প।
দিল্লি এবার আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকবে। কারণ দিল্লিতে গত পুর নিগম নির্বাচনে একচ্ছত্র আধিপত্য ছিল বিজেপির। কিন্তু তারপর বিধানসভা নির্বাচনে ফের সরকার গঠন করে আম আদমি পার্টি। ২০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুতের প্রতিশ্রুতিতেই বাজিমাত করেন কেজরিওয়াল। বিধানসভা নির্বাচনে বিজেপি পরিচালিত কর্পোরেশনগুলির বিরুদ্ধে ইভিএম-এ ক্ষোভ উগড়ে দিয়েছিল সাধারণ জনগণ। এরপরই আসে করোনাকাল। যার দ্বিতীয় ঢেউতে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে রাজধানী দিল্লি। সেই সময় বিজেপি পুরনিগমগুলির মানুষের পাশে ছিল যথাযথভাবে। যার ফল অনেকটাই প্রতিফলিত হবে এবার ভোট বাক্সে বলে আশা করছে দিল্লি বিজেপি। এই কারণে প্রচারে কোনওরকম খামতি ছাড়তে নারাজ দিল্লির বিজেপি রাজ্য কমিটি। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন ভাষাভাষী সাংসদ ও নেতাদের বাড়ি বাড়ি প্রচারে নামিয়েছে তারা। লকেট ও দিলীপ সেই প্রচারপর্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রচারক বলে জানিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
আরও পড়ুন : হল না জামিন, পার্থ চট্টোপাধ্যায় আবারও ১৪ দিনের জেল হেফাজতে