নয়াদিল্লি: দিল্লিতে দাঁড়িয়ে খয়রাতির রাজনীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) বিঁধলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন দিল্লির নগর নিগম নির্বাচনের প্রচারে এসে বাঙালী অধ্যুষিত চিত্তরঞ্জন পার্কের জনসভায় বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি ও প্রাক্তন পশ্চিবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, দিদির ভাই কেজরিওয়াল। দিদি পশ্চিমবঙ্গের দান খয়রাতির রাজনীতি করছেন সেখানে লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা নেওয়ার জন্য সারাদিন লাইন দিচ্ছেন মহিলারা। অথচ কেন্দ্রে মোদি সরকার সেই করোনা সময় থেকে এখনও পর্যন্ত ফ্রিতে রেশনের খাবার দিচ্ছেন তার জন্য কোন লাইন দিতে হয় না। আসলে খয়রাতির রাজনীতি করে কেউ বড় হয় না। এতে রাজ্যেরই ক্ষতি। ফ্রিতে বিদ্যুৎ আর জল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেজিরিওয়াল ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ফ্রিতে দেওয়ার চক্করে যে কোটি কোটি টাকা সরকারের দেনা হচ্ছে তার দায়ভার কে বইবে? একটা সময় দিল্লির বাসিন্দাদেরই সেই দায়ভার বইতে হবে।
দিলীপের দাবি, একসময় বাংলা থেকে সারা পৃথিবীতে বিভিন্ন বুদ্ধিজীবীরা ছড়িয়ে পড়তেন। আর এখন বাংলা থেকে শুধুমাত্র হাজার হাজার মানুষ ন্যূনতম কাজের জন্য সারা ভারতে ছড়িয়ে পড়ছেন। তারা লেবারের কাজ করছেন। দিলীপ ঘোষ বলেন, ‘গতকাল আমি জাহাঙ্গীরপুরা গেছিলাম। সেখানে বাঙালি অঞ্চলগুলিতে কি দুর্দশার সাথে বাংলার মানুষ বসবাস করছেন দেখলে কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, রাজ্যে কাজ নেই সেই কারণে বাধ্য হয়ে পেটের দায়ে এই গরিব মানুষগুলোকে সারা ভারতে ছড়িয়ে পড়তে হচ্ছে।’