ডিজিটাল ডেস্ক: আগামী ২২ শে জানুয়ারি রাজ্যের চারটি পুরনিগমের ভোটের ঘোষণা করা হয়েছে। যদিও করোনা পরিস্থিতিতে পুরসভার ভোট করানো নিয়ে ইতিমধ্যেই কমিশনকে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। পুরভোট নিয়ে বাড়ছে বিতর্ক। হাইকোর্টের তরফ থেকে কমিশনকে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছে। আর এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কার্যত আজ দিলীপ ঘোষ বিধাননগর পুর নিগমের ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন। আর প্রচার কর্মসূচী থেকেই নির্বাচন কমিশনকে একের পর এক তোপ দাগলেন দিলীপ ঘোষ। কার্যত দিলীপ ঘোষ এদিন তীব্র কটাক্ষ সহযোগে জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনের কোনো অধিকার বা ক্ষমতা নেই ভোট বন্ধ করানোর। দিলীপ ঘোষের দাবি, রাজ্যে ভোট হওয়ার মতন এই মুহূর্তে পরিস্থিতি নেই। প্রসঙ্গত জানা গিয়েছে, রাজ্য নির্বাচন কমিশন আগামীকাল রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করে আগামী ২২ শে জানুয়ারি ভোট হবে কি হবে না, তা নিয়ে সিদ্ধান্ত জানাবে হাইকোর্টে। আর এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া অত্যন্ত উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন : প্রচারে বেরিয়ে পুলিশের বাধার মুখে দিলীপ ঘোষ