ডিজিটাল ডেস্কঃ বিজেপি সাংসদ অর্জুন সিং তৃণমূলে আসার পর গেরুয়া শিবিরের ব্যাপক অন্তর্দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। কার্যত বিজেপি নেতা অনুপম হাজরা তোপ দেগেছিলেন দলেরই একাংশের বিরুদ্ধে। তাঁর মতে, যেভাবে অর্জুন সিং এর দলবদলকে সহজভাবে নেওয়া হচ্ছে তা ঠিক হচ্ছেনা। আর এবার অনুপম হাজরাকে পালটা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি কিছুটা বক্রোক্তির সুরে বলেন, ফেসবুক দিয়ে পার্টি হয় না। একইসাথে নিজের কাজের সাথে তুলনা করেন নাম না করেই। প্রসঙ্গত অর্জুন সিং দলত্যাগ করার পর তথাগত রায়ও রীতিমতো টুইট করে খোঁচা দিয়েছিলেন দলকে। মনে করা হচ্ছে, দলের একাংশের মন্তব্যে যথেষ্টই বিরক্ত হয়েছেন দিলীপ ঘোষ। তবে অর্জুন সিংয়ের বিজেপি ছেড়ে চলে যাওয়া যে গেরুয়া শিবিরের কাছে বড় ধাক্কা, সে ব্যাপারে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের।
আরও পড়ুনঃ আগামীকাল শুভেন্দু যাচ্ছেন শ্যামনগর, কী বললেন মদন মিত্র?