বর্ধমান, ২২ ডিসেম্বরঃ পুলিশ ভাবছে দিদি ওদের বাঁচাবে। কিন্তু, ভগবানও দিদিকে আর বাঁচাতে পারবে না। ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলকে গঙ্গায় বিসর্জন দেবই। মঙ্গলবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কাঁদরার জনসভা থেকে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে দিলীপ বাবু জানান, তাঁদের কর্মীদের মারধর করে যারা কষ্ট দিচ্ছে, তারও কেউ পার পাবে না। মে মাসের পর সব হিসাব তাঁরা বুঝে নেবেন। যদিও, দিলীপ ঘোষের এই সব বক্তব্যকে কোনও গুরুত্ব দিতে চায়নি তৃণমূল নেতৃত্ব।
তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, অমিত শাহ ও দিলীপ ঘোষের বাংলা জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে। কেতুগ্রামের জনসভায় সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন বলে বিজেপির তরফে ঘোষনা করা হয়েছিল। কিন্তু, কেতুগ্রামের সভায় শুভেন্দু অধিকারী গড়হাজির ছিলেন। তবে দিলীপ ঘোষের সঙ্গেই পূর্বস্থলীর জনসভায় যোগদেন শুভেন্দু অধিকারী।
জনসভায় নিজের বক্তব্যে দিলীপ ঘোষ আরও বলেন, শুধুমাত্র বিজেপিকে আটকানোর জন্য যারা বিনা কারণে মানুষকে কষ্ট দিচ্ছে, অসন্মান করছে তাদের কাউকে ছাড়া হবে না। সে তিনি নেতা, অফিসার যেই হন না কেন। কার্যত, হুঁশিয়ারির সুরে দিলীপ ঘোষ সভামঞ্চ থেকে বলেন, যারা এইসব করছেন তারা জেনে রাখুন বাংলায় বিজেপিকে আটকাতে পারবেন না। আপনাদের কপালে আগামীদিন কী আছে জেনে নিয়ে, সেই কাজ করুন। কারণ, আমাদেরও সহ্যের সীমা আছে। আমাদের লোকেদের পার্টি করতে দেবেন না, রাস্তায় বের হতে দেবেন না, পার্টি অফিস ভেঙে দেবেন, মারধোর করবেন, এইসব আর সহ্য করব না।
এই প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, আমরা খেপে গেলে কী হয় তা শিউড়িতে তো দেখেছেন। শিউড়ির সভায় যোগ দিতে আমাদের যে লোকেরা যাচ্ছিল তাঁদের গাড়ি আটকানো হয়েছিল। গাড়ি আটকে ভাঙচুর চালানো ছাড়াও গুলি চালানো হয়েছিল। যারা এইসব করেছিল তাদের কাঁচা বাঁশে করে কুকুর পেটানো করেছিল আমাদের ছেলেরা। তৃণমূলের গুণ্ডারা তখন হাতে পায়ে ধরা শুরু করে দিয়েছিল। এবার পায়ে ধরলেও আর ছাড়া হবে না। সেই দিন আসছে। এইসব কথা বলার ফাঁকেই দিলীপবাবু পুলিশের উদ্দেশ্যে বলেন, পুলিশ ভাবছে দিদি ওদের বাঁচিয়ে দেবে। কিন্তু, বলে রাখি ভগবানও দিদিকে আর বাঁচাতে পারবে না। ২০২১ সালে তৃণমূলকে বিসর্জন দেবই। আগামী মে মাসে দিদিকেও গঙ্গায় বিসর্জন দেব।