ডিজিটাল ডেস্ক : যত দিন যাচ্ছে, ততই এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হচ্ছে বিরোধীরা। প্রসঙ্গত, এসএসসি মামলায় ক্রমাগত রাজ্য সরকার যে কোণঠাসা তা বলতে কোনো অসুবিধা নেই। পাশাপাশি অস্বস্তি বেড়েছে তৃণমূল (TMC) নেতা মন্ত্রীদেরও। আর এবার এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে রীতিমতো তীব্র কটাক্ষ করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রসঙ্গত, এদিন দিলীপ ঘোষের পক্ষ থেকে একটি টুইট (Tweet) করা হয় যেখানে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করা হয়। জানা যাচ্ছে, ওই টুইটে বলা হয়েছে, প্রতিবার চাকরির বিজ্ঞপ্তি বেরোনোর সাথে সাথেই চাকরিপ্রার্থীরা পরীক্ষায় বসেছে। কিন্তু প্রত্যেকবারই লক্ষ লক্ষ টাকা দিয়ে ভেতর থেকে নিয়োগ করা হয়েছে। কার্যত কোর্টের নির্দেশে চাকরি যেমন নেই, তেমন টাকা ফেরত পাওয়ার আশাও নেই। আর এর দায়ভার কে গ্রহণ করবে বলে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এখনো পর্যন্ত দিলীপ ঘোষের এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার পানিহাটির তৃণমূল নেতা, চর্চা তুঙ্গে
ডিজিটাল ডেস্ক : রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো ছিলই। এবার তার সঙ্গে যোগ হয়েছে নারী নির্যাতনের ঘটনা। প্রসঙ্গত,...
Read more