ডিজিটাল ডেস্ক : উপ নির্বাচনের হারের পর নতুন করে আবারও গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে অনেক নেতাই তাঁদের পদ ছেড়েছেন। উচ্চ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন সৌমিত্র খাঁ থেকে অনুপম হাজরা। আর এবার বিতর্ক উস্কে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কার্যত এদিন দিলীপ ঘোষ খোলাখুলি জানিয়ে দিলেন, বিজেপির পুরনো বিশ্বস্ত নেতাদের গুরুত্ব দেওয়া জরুরি। পাশাপাশি তিনি সুকান্ত মজুমদারকে উল্লেখ করে বলেন, তাঁর অভিজ্ঞতা কম, সবে দায়িত্ব পেয়েছেন। রাজ্য বিজেপি সভাপতির উদ্দেশ্যে দিলীপ ঘোষ আরও বলেন, যোগ্য লোকদের বাদ দিলে কিন্তু হবেনা। অন্যদিকে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের এই মন্তব্যের এখনও কোনো প্রতিক্রিয়া দেননি। তবে গেরুয়া শিবিরের এই অন্তর্দ্বন্দ্বকে নিয়ে ইতিমধ্যেই তৃণমূল এবং সিপিএম এর পক্ষ থেকে করা হয়েছে তীব্র কটাক্ষ। কার্যত দিলীপ ঘোষ যে রাজ্য বিজেপির বর্তমান পরিস্থিতি নিয়ে বিতর্ক উস্কে দিলেন, সে ব্যাপারে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে তীব্র কটাক্ষ বিরোধীদের, বাড়ছে তরজা