ডিজিটাল ডেস্ক : শুভেন্দু অধিকারী একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। এবং তারপর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর একটা বিরোধিতা দলের অন্দরে বেড়ে উঠছে। আর যত সময় যাচ্ছে, ততই এই বিরোধিতা বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কার্যত আরো একবার প্রকাশ্যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী দ্বন্দ্ব। প্রসঙ্গত দিলীপ ঘোষের আত্মসহায়ক দেব সাহা সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করে তীব্র কটাক্ষ করেন সনাতনী হিন্দু শব্দটি নিয়ে। প্রসঙ্গত এই সনাতনী হিন্দু শব্দটি কিন্তু বারবার শোনা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। তাই এই শব্দ নিয়ে তীব্র কটাক্ষ দেব সাহা যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরকেই করেছেন তা নিয়ে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের। আর এই ঘটনার কথা দিলীপ ঘোষ ভালোই অবহিত থাকবেন তাও নিশ্চিত থাকা যায়। সব মিলিয়ে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু ক্রমশ চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রীয় বিজেপি শিবিরের। চিন্তা আরো একবার বেড়ে গেল দেব সাহার এভাবে প্রকাশ্যে ফেসবুক পোস্ট করায়।
আরও পড়ুন :
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন মুকুল রায়