ডিজিটাল ডেস্কঃ গুজরাট ও হিমাচলের ফল প্রকাশের পাশাপাশি চলছে, উত্তরপ্রদেশের(Uttar Pradesh) মৈনপুরী লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশের তোড়জোড়। এখনও পর্যন্ত খবর, ওই লোকসভা কেন্দ্রে সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে। প্রসঙ্গত, এই কেন্দ্রে নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন অখিলেশ পত্নী ডিম্পল যাদব। অক্টোবরে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে এই আসনটি খালি হয়ে যায়। আর সেই জন্যেই প্রয়োজন হয়ে পড়ে উপনির্বাচনের। মৈনপুরী আসনটি হাতে রাখতে মুলায়ম সিং যাদবের জায়গায় দাঁড়ান তাঁর বৌমা ডিম্পল যাদব। ডিম্পলের বিরুদ্ধে বিজেপি দাঁড় করায় রঘুরাজ সিং শাক্যকে। তবে বিজেপি প্রার্থী মৈনপুরীতে কোনই প্রভাব ফেলতে পারলেন না। মৈনপুরীতে প্রতিটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে গিয়েছে সমাজবাদী পার্টি।
কোন পথে এগোবে দল, বাজেট অধিবেশনের আগেই বৈঠক বিজেপির
ডিজিটাল ডেস্ক : প্রকাশ্যে এসছে কেন্দ্রের বাজেট। এবার পালা রাজ্যের। চলতি মাসের ৮ তারিখ থেকেই শুরু হচ্ছে বিধানসভায় বাজেট অধিবেশন।...
Read more