দিনহাটা: রীতি মেনে রথের দিন কাঠামো পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল দিনহাটায়( Dinhata)। শুক্রবার সকালে মাহামায়াপাট দুর্গামন্দিরে কাঠামো পুজো হয়।
১৮৯০ সালে ডুয়ার্সের জয়ন্তী থেকে বাংলাদেশের রংপুর পর্যন্ত রেললাইন পাতার কাজ চলছিল। মাঝপথে দিনহাটা রেল স্টেশন সংলগ্ন এলাকায় পাথর ভাঙার কাজ করা হচ্ছিল। সেই সময় শ্রমিকদের একাংশ দেখতে পান দেবীর অবয়ব আঁকা একটি প্রস্তরখণ্ডে সাপ পেঁচিয়ে আছে। এরপর সেই প্রস্তরখণ্ড তুলে এনে স্টেশন সংলগ্ন মাঠে অস্থায়ী মণ্ডপ তৈরি করে মহামায়া রূপে পুজো শুরু হয়। পরবর্তীতে শ্রমিকরা স্বপ্নাদেশ পান তিনি দেবী দুর্গারূপে পুজো নেবেন। এরপর মহামায়া মন্দিরের পাশেই দুর্গামন্দির গড়ে সেখানে পুজো শুরু হয়। সেইসময় কোচবিহারের বড়দেবীর পুজো ও রাজ আনুকুল্যে বেশকিছু পুজো হত। মহামায়াপাটের পুজো জেলার প্রাচীনতম বারোয়ারি পুজো বলে উদ্যোক্তাদের দাবি। প্রতি বছর নিয়ম মেনে রথযাত্রার দিন কাঠামো পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়। পুজো কমিটির কর্মকর্তা মানিক বৈদ, দিলীপ দে প্রমুখ জানান, করোনা পরিস্থিতিতে দু’বছর পুজো জাঁকজমকপূর্ণভাবে না হলেও এবার আগের মতো করেই পুজো অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ Rath Pujo in Dinhatar | রথে বিশেষ পুজো দিনহাটার মদনমোহন মন্দিরে