দিনহাটা, ২৩ সেপ্টেম্বর : তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল মাতালহাট গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীবাজার এলাকা। রবিবার রাতের ওই ঘটনায় তিনটি মোটরবাইক ভাঙচুর করা হয়। পাশাপাশি একটি দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে তৃণমূলের কর্মীরা তিনটি মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিল। সেসময় লক্ষ্মীবাজার এলাকায় বিজেপি তাদের ওপর হামলা চালায়। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। কোচবিহার জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন বলেন, ‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমুল কর্মীদের ওপর হামলা চালিয়েছে।’ ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
ছবি-সংঘর্ষের সময় বাইক ভাঙচুর।
- Advertisement -