ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন ধরেই ছবি পরিচালনার কাজ করে আসছেন রামগোপাল ভার্মা। কিন্তু এবার তাঁর বিরুদ্ধে মোটা টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, সাইবরাবাদ পুলিশ কমিশনারেটের অধীনে মিয়াপুর থানায় শেখরা আট ক্রিয়েশনের কোপ্পাড়া শেখর রাজু নামে এক ব্যক্তি ৫৬ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেছে রামগোপাল ভার্মার বিরুদ্ধে। অভিযোগকারী জানিয়েছেন, পরিচালক রামগোপাল ভার্মা ‘দিশা’ নামক একটি সিনেমা তৈরির জন্য তাঁর কাছ থেকে খেপে খেপে ৫৬ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা ফেরত দেননি। এরপরেও ঐ ব্যক্তির কাছে পরিচালক ৮ লক্ষ টাকা এবং ২০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকাও শোধ করেনন। আর তারপরেই ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪১৭, ৪২০ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে রামগোপাল ভার্মার বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত অবশ্য রামগোপাল ভার্মার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে ঘটনা কোন দিকে মোড় নেয়, সেদিকে থাকছে নজর।
আরও পড়ুনঃ দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভগবন্ত মানের, বরখাস্ত করলেন নিজের দলের মন্ত্রীকে