মুম্বাই : লকডাউনের জেরে এ বছর শিশুদের কাছে অপ্রত্যাশিতভাবে গ্রীষ্মের ছুটি এসে গেলেও সোশ্যাল ডিস্ট্যানসিং মেনে চলার কারণে তাঁরা বাড়ির বাইরে পা রাখতে পারছে না। ঠিক তখনই ডিজনি প্লাস হটস্টারের একদম নতুন জুটি, তাঁদের সারাদিনের মনোরঞ্জনের জন্য নিয়ে এসেছে বেশ কয়েকটি আকর্ষক অনুষ্ঠান। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রাইবারদের জন্য এই সুবিধা উপলব্ধ এছাড়াও, একই সুবিধা পাবেন ডিজনি প্লাস হটস্টার প্রিমিয়াম ব্যবহারকারিরাও তবে তা ইংরাজি ভাষায়। বয়স-নির্দিষ্ট কনটেন্টের জন্য বাবা-মায়েরা কিডস-সেফ মোড বেছে নিতে পারেন যাতে তাঁরা তাঁদের সন্তান কি দেখছেন তা নিয়ন্ত্রণ করতে পারেন।
ডিজনি প্লাস হটস্টার প্রিমিয়ামে শিশুদের জন্য ১০টি শো রয়েছে-
দ্য জাঙ্গল বুক (২০১৬) : দুর্দান্ত বাঘ শের খানের কাছ থেকে হুমকি পাওয়ার পর, মানব শিশু মোগলি কীভাবে চিতাবাঘ বাঘিরা এবং বল্লুর সঙ্গে নিজেকে খোঁজার এক সফরে বেরিয়ে পড়ল, সেই কাহিনী ফুটে উঠেছে এখানে।
ফ্রোজেন II : অ্যানা, এলসা, ক্রিস্টফ, ওলাফ এবং স্বেন আরেন্ডেল ছেড়ে একটি সুপ্রাচীন, গ্রীষ্মকালীন অরণ্যে পৌঁছেছে যা আসলে এক জাদু দুনিয়া। তাঁরা নিজেদের রাজ্যকে রক্ষার জন্য এলসার শক্তির উৎস সন্ধান করছে।
দ্য লায়ন কিং : সিম্বা, তাঁর বাবা কিং মুফাসার মতোই রাজকীয় ভাগ্যকে সঙ্গে নিয়ে জন্মালেও, রাজ্যের সকলে কিন্তু এতে আনন্দিত ছিল না। স্কার, মুফাসার ভাই, এবং সিংহাসনের প্রাক্তন অধিকারির পরিকল্পনা কিন্তু অন্যরকম।
মার্ভেল আল্টিমেট স্পাইডারম্যান : S.H.I.E.L.D থেকে ট্রেনিং নিয়ে নতুন সতীর্থদের সঙ্গে স্পাইডারম্যান দুষ্টের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
মিকি মাউস ক্লাবহাউস : মিকি এবং তাঁর বন্ধুরা মিনি, ডোনাল্ড, প্লুটো, ডেইজি, গুফি, পিট, ক্লারাবেল এবং এরকম আরো অনেকে মজার সঙ্গে সঙ্গে শিক্ষামূলক নানা অভিযানে অংশ নিচ্ছে।
দ্য ইনক্রেডিবল হাল্ক : ব্রুস ব্যানার, আমেরিকান সরকারের একজন পলাতক বৈজ্ঞানিক, যে নিজে প্রচন্ড রেগে গেলেই দৈত্যে রূপান্তরিত হয়ে যান, এই অবস্থা থেকে মুক্তি চাইছেন।
গাজু ভাই : গাজু ভাই-এর সঙ্গে মিলিত হন, যিনি ‘জলিউডের’ সুপারস্টার, এমন এক জায়গা যেখানে সব কিছু দারুণ আনন্দের, মজার! যে কোন বলিউডি সিনেমার মতো এতে রয়েছে সবকিছু- অ্যাকশন, কমেডি, ড্রামা, গান ও নাচ! গাজুভাই এতোটাই অসাধারণ যে কোন একটা ডাইমেনসান তারজন্য যথেষ্ট নয়! গাজু ভাই প্রতিদিন সব রকম বিষয়ের জন্য প্রস্তুত।
সিম্পল সামোসা : সামোসা সহনাগরিকদের কথা চিন্তাভাবনা করা একজন উৎসাহী প্রাণচঞ্চল সুপারহিরো। সামোসা সব সময় কোনও না কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। যে কোন ধরনের সমস্যা দেখা দিলে সামোসা সব সময় প্রস্তুত তাঁর সমাধানের জন্য, সামোসা, সব সময় আগে। তবে নিজের সাহসের কাহিনী নিয়ে সে মাঝে মাঝে গল্প ফেঁদে বসে তা ঠিকই, তবু সে সব সময় এগিয়ে আসে পরিস্থিতি যাই হোক না কেন।
মার্ভেলের অ্যাভেঞ্জারস অ্যাসেম্বল : মার্ভেলের দুনিয়ায় দূর্দান্ত জেনারেল মেম্বারশীপ সুপারহিরো টিম এগিয়ে চলেছেন পরবর্তী অভিযানের জন্য।
লায়ন কিং-এর তিমন ও পুম্বা : এখন তিমন ও পুম্বাকে খুঁজে পান আরো অনেক লায়ন কিং চরিত্রের সঙ্গে!
ডিজনি প্লাস হটস্টার ভারতে অতুলনীয় মনোরঞ্জন অভিজ্ঞতা নিয়ে এসেছে প্রতিটি পরিবারের জন্য- বিশ্বের সেরা সুপারহিরো মুভিজ, অপ্রতিদ্বন্দ্বী অ্যানিমেটেড ফিল্মস, জনপ্রিয় কিডস প্রোগ্রামিং, সম্প্রতি রিলিজ হওয়া বলিউড ব্লকবাস্টার, এক্সক্লুসিভ হটস্টার স্পেশাল শো, আনলিমিটেড স্পোর্টিং অ্যাকশন এবং এরকম আরো অনেক কিছু।