রামপুরহাট: বাসস্ট্যান্ডের দখলদারি নিয়ে বিবাদের জেরে দুই গ্রামের সংঘর্ষে সোমবার উত্তেজনা ছড়াল রামপুরহাট বাসস্ট্যান্ডে। সংঘর্ষে দু’জন জখম হন। ভাঙচুর করা হয় পাঁচটি দোকান। এদিন সকালে প্রথমে বাসস্ট্যান্ড সংলগ্ন ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি চায়ের গুমটি ভাঙচুর করে দুষ্কৃতীরা। এরপর বাসস্ট্যান্ডের ভিতরে গিয়ে দুটো মিষ্টির দোকান, একটি ফল এবং জুতোর দোকান ভাঙচুর করে তারা। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই বগটুই গ্রামের ছেলেরা এসে তাদের মারধর এবং দোকান ভাঙচুর করে যায়। পুলিশ কোনও ব্যবস্থা নেয় না। কারণ এই ঘটনার পেছনে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের ইন্ধন রয়েছে। তাই পুলিশ কাউকে ধরছে না। ব্যবসায়ীদের আরও অভিযোগ, বাসস্ট্যান্ডে রাজত্ব করতেই বারবার বগটুই গ্রামের কিছু মানুষ বাসস্ট্যান্ডে সন্ত্রাস চালাচ্ছে। বিষয়টি নিয়ে উপপ্রধান ভাদু শেখ জানান, মঙ্গলবার একটি ক্রিকেট ম্যাচ রয়েছে। সেই ম্যাচের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। সে সময় তাদের গ্রামের একটি ছেলে বাসস্ট্যান্ডে গেলে কিছু লোক তাকে মারধর করে। এরপর তারা নিজেরাই দোকান ভাঙচুর করে মিথ্যা অভিযোগ করছে।
বিস্ফোরক ডেপুটি স্পিকার
ফের বিতর্কিত মন্তব্য ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়ের। এবার প্রকাশ্য সভায় সদ্য দলে আসা তৃণমুল কর্মীদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন...
Read more