কলকাতা: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জয় ঘোষ, মিতালী ঘোষ, শিল্পা ঘোষ। তাঁরা হুগলির চণ্ডীতলার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পলাতক মূল অভিযুক্ত।
জানা গিয়েছে, সঞ্জয় ঘোষ তাঁর স্ত্রী মিতালী ও মেয়ে শিল্পাকে নিয়ে চণ্ডীতলার নৈতি এলাকায় থাকতেন। দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে তাঁর খুড়তুতো ভাইয়ের সঙ্গে অশান্তি চলছিল। একাধিকবার তা চরম আকার নেয়। অশান্তি মেটাতে সালিশি সভার আয়োজনও করা হয়। তাতে সাময়িক সমস্যা মিটলেও পরবর্তীতে ফের অশান্তি বাঁধে।
সোমবার সকালে সঞ্জয়ের বাড়ি থেকে চিৎকার শুনে স্থানীয়রা সেখানে গিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় সঞ্জয়, মিতালী ও শিল্পার দেহ পড়ে থাকতে দেখে। কিন্তু স্থানীয় বাসিন্দারা যাওয়ার আগেই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।
ইতিমধ্যে খুনের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই তাঁদের ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।