ডিজিটাল ডেস্ক : আবারও কলকাতায় মেট্রো (Kolkata Metro) বিভ্রাট। জানা গিয়েছে, আজ সকাল ৯:২৯ মিনিটে কবি সুভাষ স্টেশন থেকে ছাড়া নোয়াপাড়াগামী মেট্রো নেতাজি স্টেশনে যখন পৌঁছায় তখন দেখা যায় পুরনো ভেইল রেকের ৩০১৭ নম্বর কোচের বাঁদিকের তৃতীয় দরজা বন্ধ হচ্ছে না। এদিকে অফিস টাইমের ভিড়ে ট্রেন খালি করে মেট্রো নিয়ে যাওয়াও সম্ভব নয়। এই পরিস্থিতিতে মেকানিক ডেকে আরপিএফ নিয়ে চলন্ত মৈট্রোতেই শুরু হয়ে যায় মেরামতির কাজ। মেট্রোতে যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে রাখে আরপিএফ। এরপর নটা চল্লিশে যখন রবীন্দ্র সরোবর স্টেশনে মেট্রো প্রবেশ করে ততক্ষণে গেট মেরামতি শেষ হয়েছে। এবং দেখা যায়, দু দিকের গেট একসঙ্গে বন্ধ হয়। স্বাভাবিকভাবেই চলন্ত মেট্রোতে এভাবে মেরামতির কাজ হওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।
বইমেলার ভিড় সামলাতে শিয়ালদা-সেক্টর ফাইভ মেট্রোর নয়া সিদ্ধান্ত, জেনে নিন
ডিজিটাল ডেস্ক : আর তিনদিন পর থেকেই কলকাতায় শুরু হতে চলেছে বইমেলা (Book Fair) । আগামী ৩১ শে জানুয়ারি থেকে...
Read more