রাঙ্গালিবাজনা, ১১ ফেব্রুয়ারিঃ আলিপুরদুয়ার জেলার অচল বীরপাড়া চা বাগানের শ্রমিকদের মধ্যে মঙ্গলবার চাল ও কম্বল বিতরণ করল চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন। সংগঠনের সভাপতি মোহন শর্মা জানান, এদিন ২২০০ শ্রমিককে পাঁচ কেজি করে চাল ও চারশো জন শ্রমিককে কম্বল দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মান্নালাল জৈন, সদস্য উত্তম সাহা, প্রাক্তন সাংসদ দশরথ তিরকি, তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী, মাদারিহাট বীরপাড়া ব্লক সভাপতি সঞ্জীব দত্ত প্রমুখ ।
ফলক থাকলেও রাস্তার দেখা নেই খড়িবাড়িতে
ফলক আছে। অথচ গোটা রাস্তাতাই উধাও I
Read more